Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে অফিস সম্পর্কিত (About Naogaon Civil Surgeon Office)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য  পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তরমহাখালীঢাকা এর নিয়ন্ত্রণাধীন নওগাঁ সিভিল সার্জন অফিস নওগাঁ জেলার আধুনিক সদর হাপাতালের উওর পার্শ্বেজিপিএস লোকেশন অনুযারী ২৪.৮২২৫ ডিগ্রি অক্ষাংশে(ল্যাটিচুড)এবং ৮৮.৯৩৮৩ ডিগ্রি দ্রাঘিমাংশে (লংটিচুড)নওগাঁ সিভিল সার্জন অফিস অবস্থিত।এই অফিস মূলত রোগ প্রতিরোধ  প্রতিষেধক মূলক স্বাস্থ্য সেবা প্রধান নিশ্চিত করে। এই অফিসের নিয়ন্ত্রাণাধীন বিভিন্ন হাসপাতালইউনিয়ন সাব-সেন্টারকমিউনিটি ক্লিনিক  সুবিশাল কর্মী বাহিনীর মাধ্যমে জনগনের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিচ্ছে।

কার্যক্রমঃ প্রশাসনিক, উর্দ্ধতন অফিসে রিপোর্ট/তথ্য (Medical and Bio-Statistics) আদান প্রদান, স্বাস্থ্য শিক্ষা, মেডিকেল সনদ প্রদান, ইপিআই, টেন্ডার এবং অত্র দপ্তরাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানে এবং মাঠ পর্যায়ে কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং করা।

দপ্তর প্রধানঃ সিভিল সার্জন  

নিয়ন্তনাধীন উপজেলা হেল্থ কমপেল্প্র  ১১ টি  

আধুনিক সদর হাপাতালঃ ১ টি 

 মেইল-naogaon@cs.dghs.gov.bd

ফোন-+৮৮০২৫৮৮৮২৬২৩০৩, ফ্যাক্স-+৮৮০২৫৮৮৮২৬২৩০৩, Asstt. Chief Statistical Officer : +৮৮০২৫৮৮৮২৩৪১