গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর নিয়ন্ত্রণাধীন নওগাঁ সিভিল সার্জন অফিস নওগাঁ জেলার আধুনিক সদর হাপাতালের উওর পার্শ্বে জিপিএস লোকেশন অনুযারী ২৪.৮২২৫ ডিগ্রি অক্ষাংশে (ল্যাটিচুড) এবং ৮৮.৯৩৮৩ ডিগ্রি দ্রাঘিমাংশে (লংটিচুড) নওগাঁ সিভিল সার্জন অফিস অবস্থিত।এই অফিস মূলত রোগ প্রতিরোধ ও প্রতিষেধক মূলক স্বাস্থ্য সেবা প্রধান নিশ্চিত করে। এই অফিসের নিয়ন্ত্রাণাধীন বিভিন্ন হাসপাতাল, ইউনিয়ন সাব-সেন্টার, কমিউনিটি ক্লিনিক ও সুবিশাল কর্মী বাহিনীর মাধ্যমে জনগনের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিচ্ছে।
কার্যক্রমঃ প্রশাসনিক, উর্দ্ধতন অফিসে রিপোর্ট/তথ্য (Medical Record & Statistics and Bio-Statistics) আদান প্রদান, স্বাস্থ্য শিক্ষা, মেডিকেল সনদ প্রদান, ইপিআই, টেন্ডার এবং অত্র দপ্তরাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানে এবং মাঠ পর্যায়ে কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং করা।
দপ্তর প্রধানঃ সিভিল সার্জন ।
নিয়ন্তনাধীন উপজেলা হেল্থ কমপ্লেক্স ঃ ১১ টি ।
মেডিকেল কলেজঃ ১টি
আধুনিক সদর হাসপাতালঃ ১ টি ।
কমিউনিটি ক্লিনিকঃ ৩০৭ টি
Institute of Health Technology : 1
Medical Assistants` Training School : 1
Union Health & Family Welfare Center (UH&FWC) : 6
Union Health Center : 59
Union Health Sub Center : 40
GPS location : latitude:24.8225 _longitude:88.9383
E-M@il : naogaon@cs.dghs.gov.bd
Url: cs.naogaon.gov.bd
সিভিল সার্জন মোবাইল নং +৮৮০১৭১-২৪৮১৭১ (সরকারী মোবাইল ) এবং টি & টি ফোন-+৮৮০২৫৮৭৭৪৭৩৯১,
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নওগাঁ সিভিল সার্জন অফিসের একটি পেইজ আছে যাতে অত্র বিভাগের কার্যক্রমের হালনাগাদ তথ্য নিয়মিত আপডেট করা হয়।
ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/CivilSurgeonOfficeNaogaon
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস